শিরোনাম
সার্ভিল্যান্স অভিযান ১৬/১/২০২২
বিস্তারিত
আজ বিএসটিআই,রংপুর এর উদ্যোগে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ও গাইবান্ধা জেলায় একটি সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। সিএম লাইসেন্স গ্রহণের জন্য নমুনা সীল করার পাশাপাশি নিম্নোক্ত সিএম লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানসমুহকে সিএম লাইসেন্স গ্রহণে উদ্ধুদ্ধ করা হয়েছে -
১) এম এস বি ব্রিকস, ডাসারপাড়া, পীরগঞ্জ, রংপুর ২) অন্তরা বেকারী, ধাপেরহাট,সাদুল্লাপুর, গাইবান্ধা ৩) সৈয়দ আলী তেল মিল (সরিষা তেল), ধাপেরহাট,সাদুল্লাপুর ৪) ভাই ভাই বেকারি,পলাশবাড়ী ৫) শিল্পী ভোজনালয় ( দই), দঃ বন্দর, পলাশবাড়ী ৬) এম বি বি ব্রিকস, হিজলগাড়ী, পলাশবাড়ী ৭) মা ব্রিকস, গোপিনাথপুর, পলাশবাড়ী ৮) এম এস এম ব্রিকস, গোপিনাথপুর,পলাশবাড়ী ৯) এম টি বি ব্রিকস, বৈরিহরিণমারী,পলাশবাড়ী ১০) শীমা বেকারি, নুনিয়াগাড়ী,পলাশবাড়ী ১১) লিখন ব্রিক্স, সাতআনা নওদা, পলাশবাড়ী ১২) সজীব বেকারি, বাসুদেবপুর, পলাশবাড়ী ১৩) বি বি ব্রিকস, বেংগুলিয়া, পলাশবাড়ী ১৪) এম এম বি ব্রিকস, মেরিরহাট,পলাশবাড়ী ১৫) এম বি বি ব্রিকস -২, মেরিরহাট, পলাশবাড়ী ১৬) এম এস বি ব্রিকস, আমবাগান, পলাশবাড়ী ১৭) আল আমিন বেকারি, ঢোলভাংগা, পলাশবাড়ী ১৮) ভাই ভাই অয়েল মিল, তুলশী ঘাট,সদর ১৯) মা মিষ্টান্ন ভান্ডার (দই), সদর - নমুনা সীল ২০) এস এন্ড এস ব্রিকস, সদর- ৩৪,৫০০/- বিল আদায় ২১) এসডি আরএস কনজুমার প্রডাক্ট স- ২৬,৪৫০/- বিল আদায় ২২) শেখ দইঘর, সাদুল্লাপুর( ঘি)-১২,০৭৫/- বিল আদায়।
অভিযানে অংশ গ্রহণ করেন ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন । *জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের কার্যক্রম অব্যাহত থাকবে*