বিস্তারিত
অদ্য ১০-০৩-২০২২ খ্রিঃ তারিখে গাইবান্ধা জেলা সদরে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে
১) মেসার্স হাছনা এন্ড সন্স ফিলিং স্টেশন, বোর্ড বাজার, সদর, গাইবান্ধা প্রতি ১০ লিটারে ডিজেল ইউনিটের মাধ্যমে ৮০ মি.লি. কম প্রদান করায় " ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮" এর ২৯/৪৬ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। এবং
২) মেসার্স গাইবান্ধা ফিলিং স্টেশন, পশ্চিম কোমরনই, সদর, গাইবান্ধা প্রতি ১০ লিটারে পেট্রোল ইউনিটের মাধ্যমে ৮০ মি.লি. কম প্রদান করায় একই আইন ও ধারায় ৩০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফুল আলম ও জনাব জুয়েল মিয়া, ডিসি অফিস, গাইবান্ধা এবং প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক(মেট্রোলজি), বিএসটিআই, রংপুর।