বিস্তারিত
অদ্য ২৬/০৪/২০২২ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস,রংপুর এবং জেলা প্রশাসন রংপুর এর সমন্বয়ে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।পরিচালিত আদালতে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' অনুযায়ী মেসার্স আব্দুল্লাহ ফিলিং স্টেশন, সাতমাথা, মাহিগঞ্জ, রংপুর এবং মেসার্স চাঁদ পেট্রোলিয়াম, মডার্ন মোড়, রংপুর পরিমাপে সঠিক পাওয়া যায়। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মেসার্স প্রিয় ফুড লিঃ, তাজহাট, রংপুর কে লাচ্ছাসেমাই এর সিএম সনদ গ্রহনের জন্য সাতদিন সময় প্রদান করা হয়।উক্ত আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারহান লাবীব জিসান এর নেতৃত্বে জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব অনিমেষ মজুমদার, সহকারী পরিচালক(মেটঃ) অংশগ্রহণ করেন।