Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট ২৭/১/২২
বিস্তারিত
অদ্য ২৭.০১.২০২২ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, পার্বতীপুর, দিনাজপুর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের উদ্যোগে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে- ১) মেসার্স দোলন চিড়া ও মুড়ি মিল, পার্বতীপুর, দিনাজপুর এর উৎপাদিত পণ্য মুড়ি এর সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় "বিএসটিআই আইন, ২০১৮" এবং "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ১৫/২৭ ও ২৪(১)/৪১ ধারায় যথাক্রমে ২৫০০০/- টাকা ও ৫০০০/- টাকা জরিমানা করা হয়। ২) মেসার্স রোকন ট্রেডার্স, বাইপাস রোড, পার্বতীপুর, দিনাজপুর ত্রুটিপূর্ণ ৫ লিটার মেজার্স এর মাধ্যমে জ্বালানী তেল কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৯/৪৬ ধারায় ৪০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স বার্মা ফিলিং স্টেশন, পার্বতীপুর, দিনাজপুর এর জ্বালানী তেল সরবরাহের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রীতম সাহা, সহকারী কমিশনার(ভূমি), পার্বতীপুর, দিনাজপুর। প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার(সিএম) ও জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/01/2022
আর্কাইভ তারিখ
31/01/2023