বিস্তারিত
অদ্য ১২-০৪-২০২২ খ্রি. তারিখে কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মান যাচাই ব্যতিত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা অনুসারে ১টি প্রতিষ্ঠান
জান্নাত ফুড এন্ড বেকারি - (লাচ্ছা সেমাই), পুরাতন স্টেশন, ডিপুপাড়া, সদর, কুড়িগ্রামকে ২৫,০০০/- (পচিশ হাজার) জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব নিশাত তামান্না, ডিসি অফিস, কুড়িগ্রাম। প্রসিকিউট ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার, বিএসটিআই, রংপুর।