বিস্তারিত
অদ্য ২৫.০৪.২০২২ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, লালমনিরহাট ও বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) ফাইজা ফুড ( লাচ্ছা সেমাই), মালিক বাবেল আকতার শীষ, শাহজালাল মার্কেট, সদর, লালমনিরহাটকে ১৫,০০০/-, ২) বৈশাখী সুইটস ( দই), মিশন মোড় , সদর, লালমনিরহাটকে ১০,০০০/- সহ মোট ২৫,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল আমিন হালদার, ডিসি অফিস, লালমনিরহাট। প্রসিকিউটর ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।