বিস্তারিত
জেলা প্রশাসন,গাইবান্ধা,র্যাব,গাইবান্ধা ও বিএসটিআই বিভাগীয় অফিস,রংপুর এর যৌথ উদ্যোগে সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন দেলোয়ার এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।সরকার নিষিদ্ধ স্কিন ক্রিম (পাকিস্তানি ব্রান্ড-Chandi,Due, Golden Pearl, Skin Shine) বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন এর ৩১ ধারায়১) দুলু এন্ড সন্স, পার্ক ভিউ সুপার মার্কেট, গাইবান্ধা-৩০,০০০/-, ২) আলতাব স্টোর, পার্কভিউ সুপার মার্কেট -৩০,০০০/-, ৩) বিগবাজার, স্টেশন রোড, গাইবান্ধা -১০,০০০/-, ৪) সেলিম স্টোর, স্টেশন রোড ভোক্তা আইনে -৫,০০০/- সহ মোট ৭৫,০০০/- জরিমানা করা হয়।আনুমানিক ৫০,০০০/- নকল কসমেটিকস ধ্বংস করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালত এ প্রসিকিউটর হিসাবে ছিলেন মোঃ দেলোয়ার হোসেন , ফিল্ড অফিসার(সিএম), বিএসটিআই, রংপুর। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুরের এ অভিযান অব্যাহত থাকবে