বিস্তারিত
১) অদ্য ০৯.০২.২০২২ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, লালামনিরহাট ও বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্যোগে লালামনিরহাট জেলার আদিতমারী উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে-
মেসার্স চাঁদ বেকারী, সাপ্টিবাড়ি আদিতমারী, লালামনিরহাট এর উৎপাদিত পণ্য বিস্কুট এর মোড়কে পণ্যের পরিচয় ও নিট ওজন মুদ্রিত না থাকায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৪(২)/৪১ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স দৌলা ফিলিং স্টেশন, খাতাপাড়া, আদিতমারী, লালমনিরহাট এর জ্বালানী তেল সরবরাহের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সাপ্টিবাড়ি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।
আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওজাতুন জান্নাত, ডিসি অফিস, লালামনিরহাট এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, রংপুর।
২) অপর একটি ভ্রাম্যমান আদালত লালমনিরহাট জেলার সদর উপজেলায় পরিচালিত হয়। উক্ত আদালতে-
মেসার্স মুজিবর রহমান ট্রেডার্স, সাকোয়া বাজার, সদর, লালমনিরহাট, মেসার্স রাজ মেশিনারীজ, দুরাকুটি, লালামনিরহাট, মেসার্স সিনথিয়া ভ্যারাইটিজ স্টোর, মোগলহাট, লালামনিরহাট প্রতিষ্ঠান ৩ টি জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায়"ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৯/৪৬ ধারায় যথাক্রমে ৫০০/-টাকা, ৫০০/- টাকা ও ৩০০/_ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স সজিব ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, মোগলহাট, লালামনিরহাট এর পাউরুটি পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় একই আইনের ২৪(১)/৪১ ধারায় ৫০০/- টাকা জরিমানা করা হয়।
আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফরিদ আল-সোহান ও জনাব নাজিয়া নওরীন, ডিসি অফিস, লালামনিরহাট এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, রংপুর।