বিস্তারিত
বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের উদ্যোগে রংপুর জেলার মহানগরীতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে হেয়ার অয়েল পণ্যর বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নাই কিন্তু লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর, ২৭ ধারায় মেসার্স পিওর হাট ফুড এন্ড কসমেটিক, পার্ব্বতীপুর, উপশহর, মহানগর, রংপুর ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন মাহমুদ হাসান মৃধা,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন , রংপুর । প্রসিকিউটং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার ( সিএম) বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর। জনস্বার্থে বিএসটিআই,রংপুর এর এ অভিযান অব্যাহত থাকবে ।