বিস্তারিত
ওজন ও পরিমাপে সঠিকতা এবং খাদ্য দ্রব্যে ভেজাল রোধ নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১০.০৪.২০২২ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও ও বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্যোগে ঠাকুরগাঁও সদরের বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে (১) মেসার্স আব্দুল কাদের ফিলিং স্টেশন, হরিহরপুর, সদর, ঠাকুরগাও এর পেট্রোল ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০মিঃলিঃ কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৯/৪৬ ধারায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয় (২) ওমর ফুড প্রোডাক্ট, বিসিক শি/এ, সদর, ঠাকুরগাও এর উৎপাদিত বিস্কুট পণ্যটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন করায় "ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯" এর ৫৬ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় ০২টি প্রতিষ্ঠানে সর্বমোট ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স আর.এন ফিলিং স্টেশন, শিবগঞ্জ, সদর, ঠাকুরগাঁও এর ডিজেল, পেট্রোল ও অকটেন ০৩টি ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া গেছে।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল ফেরদৌস হ্যাপি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও। প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার(সিএম) ও জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।