বিস্তারিত
──────⊱◈◈◈⊰
অদ্য ০৭.০৪.২০২২ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, হাকিমপুর , দিনাজপুর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্যোগে হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় দ্বিতীয় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে
১) মেসার্স ছাবের আলী লাচ্ছা সেমাই কারখানা , ডাঙ্গাপাড়া,হাকিমপুর, দিনাজপুর এর উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্যের গুণগত মানের লাইসেন্স না থাকায় "বিএসটিআই আইন, ২০১৮" এর ১৫/২৭ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
২) একতা লাচ্ছা সেমাই কারখানা , ডাঙ্গাপাড়া,হাকিমপুর, দিনাজপুর এর উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্যের গুণগত মানের লাইসেন্স না থাকায় "বিএসটিআই আইন, ২০১৮" এর ১৫/২৭ ধারায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
৩। কালাম ফুড প্রোডাক্ট , ডাঙ্গাপাড়া,হাকিমপুর, দিনাজপুর এর উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন করায় "ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯" এর ৪১,৪৩ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
৪। রিমি ফুড প্রোডাক্ট , ডাঙ্গাপাড়া,হাকিমপুর, দিনাজপুর এর উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্যটি প্যাকেটে কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৯/৪৬ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
০৪টি প্রতিষ্ঠানে সর্বমোট ১০০০০০/-(এক লক্ষ টাকা ) জরিমানা করা হয়, ৫০০কেজি লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে এবং আনুমানিক ৪০০ কেজি কাচা লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নুর -এ-আলম, উপজেলা নির্বাহী অফিসার,হাকিমপুর, দিনাজপুর । প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার(সিএম) ও জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।