বিস্তারিত
২৫.০১.২০২২ তারিখে জেলা প্রশাসন, রংপুর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর জেলার মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উক্ত আদালতে ১) মেসার্স হক এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন সিওবাজার, মহানগর, রংপুর ২)মেসার্স আজাদ ফিলিং স্টেশন, উত্তম, হাজিরহাট,মহানগর, রংপুর। ৩) মেসার্স সাঈদ ফিলিং স্টেশন, উত্তম, হাজীরহাট,মহানগর, রংপুর।এর পেট্রোল, ডিজেল, অকটেন এর পরিমাপ সঠিক পাওয়া যায়। অপরদিকে মেসার্স আর জে ট্রেডার্স, সিওবাজার, মহানগর, রংপুর এবং উত্তম ট্রেডার্স, হাজিরহাট,মহানগর, রংপুরের বৈধ ভেরিফিকেশন সার্টিফিকেট বিহীন ১০০০ কেজি ডিজিটাল স্কেল ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন২০১৮ এর ৩২(১)/৪৮ ধারায় ১০০০/ করে মোট ২০০০/- টাকা জরিমানা করা হয়।
৩)মেসার্স হাসান ফুড প্রোডাক্ট স,সর্দারপাড়া,সিওবাজার, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে লাইসেন্স নবায়নের জন্য তাগাদা ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত ডিসি অফিস, রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।প্রসিকিউট হিসাবে বিএসটিআই,রংপুর এর সহকারী পরিচালক(মেট) মোঃ বিল্লাল হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম দায়িত্ব পালন করেন।