Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট
বিস্তারিত
✎﹏﹏﹏﹏﹏﹏﹏﹏﹏﹏ অদ্য ১০/০৮/২০২২ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর ও উপজেলা প্রশাসন,পলাশবাড়ী, গাইবান্ধার উদ্যোগে পলাশবাড়ীতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে ১) অবৈধভাবে মানচিহ্ন ব্যাবহার করার অপরাধে নিউ ঢাকা বেকারি ( বিস্কুট), গৃরীধারিপুর, পলাশবাড়ী, গাইবান্ধা কে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারা অনুযায়ী ৩০,০০০/- জরিমানা করা হয়, ২) এফ আর ট্রেডার্স, গৃরীধারিপুর, পলাশবাড়ী, গাইবান্ধা ( ব্যাটারি পানিও টয়লেট ক্লিনার) এর সিএম লাইসেন্স না থাকায় কারখানাটি সিলগালা করা হয় ও জব্দকৃত মালের নমুনা পরীক্ষণের জন্য নির্দেশ প্রদান করে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পলাশবাড়ী, গাইবান্ধা। প্রসিকিউটর ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।জনস্বার্থে বিএসটিআই,রংপুর এর এ অভিযান অব্যাহত থাকবে ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/08/2022
আর্কাইভ তারিখ
31/01/2023